১৪ ডিসেম্বর ২০১৮ বিকাল ৩.৩০ টায় গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র ও জাদুঘর সুহৃদ সমাবেশের যৌথ উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বি. এল. কলেজের উপাধ্যক্ষ অধ্যপক কে এম আলমগীর হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সহ-সভাপতি অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর এর ট্রাস্টি সম্পাদক ডা. শেখ বাহারুল আলম।