৭ নভেম্বর পাকিস্তানি হানাদারবাহিনী নওগাঁ থেকে দ্বি-মুখী আক্রমন করে জয় বাংলা হাট ও পার বোয়ালিয়া গ্রামে ৪০ জন বেসামরিক নিরীহ লোকজনকে হত্যা করে।
এই ৪০ জনের ভেতর ১৩ জন নিহতের পরিচয় জানা যায়। তারা হলেনঃ
১। জগদেব প্রসাদ পিতা রাম প্রসাদ
২। ঝাড়- মন্ডল পিতা বাড়- মন্ডল
৩। দিলবর রহমান দিলু পিতা বাবু মন্ডল
৪। মেহের শাহ পিতা লিফুজা শাহ
৫। হজিবর রহমান পিতা ফ্যালানা সরদার
৬। আজবুল সরদার পিতা মাদারী সরদার
৭। ছামছুল বাটু পিতা অহির স্বর্নকার
৮। কাদির সরদার পিতা বাজু সরদার
৯। আসাদুল পিতা মফিজ সরদার
১০। মজব সাহা পিতা কুশাই সাহা
১১। করিম উদ্দিন পিতা খুদি মন্ডল
১২। দিবর সরদার পিতা বাবু সরদার
১৩। ইশরদ মন্ডল পিতা কিসমত মন্ডল
১৪। মেহের আলী সাহা পিতা লিপুচা সাহা