একাত্তরের পাকিস্তানি বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যা-নির্যাতন ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০১৪ সালের ১৭ মে দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর খুলনা শহরের প্রাণকেন্দ্রে ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ নামে যাত্রা শুরু করে। যাত্রালগ্ন থেকে জাদুঘরের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুনতাসীর মামুন বাংলাদেশে তরুণ মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক তৈরির করার লক্ষে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সবাইকে জানানোর জন্য জাদুঘরের ভেতরে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থাগার।
২০১৪ সালে গ্রন্থাগারটি ময়লাপোতায় একটি ভাড়া বাড়িতে ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ এর সাথে প্রতিষ্ঠা করা হয়। ২০১৫ সালের শেষের দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬, সাউথ সেন্ট্রাল রোডে একটি বাড়ি উপহার দিলে ২০১৬ সালের ২৬ মার্চ সাউথ সেন্ট্রাল রোডের বাড়িতে গ্রন্থাগারটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে গ্রন্থাগারটি ২৭৮ সোনাডাঙ্গা আবাসিক, ২য় ফেইজে রয়েছে।
এই গ্রন্থাগারে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছয় হাজারের বেশি বই রয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম অংশ গণহত্যা-নির্যাতনের উপর রচিত বাংলাদেশ ও বর্হিবিশে^র প্রায় সকল বই রয়েছে। এই গ্রন্থাগারে রয়েছে বিভিন্ন দেশ থেকে প্রকাশিত বিশে^র বিভিন্ন দেশের গণহত্যা সহ বাংলাদেশের গণহত্যার উপর রচিত দুষ্পাপ্য অনেক বই।
গ্রন্থাগারে রয়েছে বেশ কয়েকটি বিশেষায়ীত কর্নার-
১. বঙ্গবন্ধু কর্নার
স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে নিয়ে রচিত দুইশ বই রয়েছে এই কর্নারটিতে।
২. গণহত্যা জাদুঘর প্রকাশনি কর্নার
‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সবার কাছে পৌছে দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থানের গণহত্যার স্থান ধরে প্রতিটি গণহত্যা নিয়ে গণহত্যা-নির্যাতন নিঘন্ট গ্রন্ধমালা প্রকাশ করছে। এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলার ৭০টি স্থানে গণহত্যা, বধ্যভূমি ও গণকবর নিয়ে ৭০ টি গ্রন্থ প্রকাশ করেছে। এছাড়া সকল জেলার গণহত্যা, নির্যাতন, গণকবর ও বধ্যভূমির জেলা জরিপের ২০টি গ্রন্থ সহ মুক্তিযুদ্ধের শহিদ জীবনী, মুক্তিযুদ্ধে স্থানীয় বাহিনী, শরণার্থীদের নিয়ে প্রকাশিত বই।

৩. মুক্তিযুদ্ধ কর্নার
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত সকল বই নিয়ে এই কর্নারটি সাজানো হয়েছে। কর্নারটিতে বই গুলো কয়েকটি ভাগে বিভক্ত করে রাখা হয়েছে-
 গণহত্যা, গণকবর ও বধ্যভূমি নিয়ে প্রকাশিত গ্রন্থ
 একাত্তরের বীরাঙ্গনা ও নির্যাতিত নারীদের নিয়ে প্রকাশিত গ্রন্থ
 ১৯৭১ সালের যুদ্ধ ও রণাঙ্গনের কাহিনী নিয়ে প্রকাশিত গ্রন্থ
 মুক্তিযুদ্ধের দলিল পত্র নিয়ে প্রকাশিত গ্রন্থ
 মুক্তিযুদ্ধে বর্হিশক্তির ভ’মিকা নিয়ে প্রকাশিত গ্রন্থ
 রাজাকার ও ঘাতক দালালদের উপর রচিত গ্রন্থ
 মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের উপর রচিত গ্রন্থ
 মুক্তিযুদ্ধের স্মৃতি ও দিনলিপি নিয়ে রচিত গ্রন্থ
 বিভিন্ন মুক্তিযোদ্ধার ডায়েরী

৪. ইতিহাস কর্নার
বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন বই নিয়ে এই কর্নারটি সাজানো হয়েছে। কর্ণারটিতে ইতিহাসের বই গুলি বিভিন্ন ভাগে বিভক্ত করে রাখা হয়েছে-
 রাজনৈতিক ইতিহাসের বই
 সাংস্কৃতিক ইতিহাসের বই
 অর্থনৈতিক ইতিহাসের বই
 বিভিন্ন বিদ্রোহের বই
 বাংলার ইতিহাসের বই
 অন্যান্য
সম্প্রতি গ্রন্থাগারে সংযোজন করা হয়েছে শিশুদের জন্য মুক্তিযুদ্ধের কমিকস ও ছোটদের মুক্তিযুদ্ধের বই। ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো ও তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ধার করানোর জন্য এই প্রয়াস।
পাঠকের সুবিধার জন্য সকল বই কল নম্বর অনুযায়ীও সাজিয়ে রাখা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ে গবেষণা করার জন্য রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক জার্নাল, পত্রিকা ও ছবি। গবেষক ও লেখকগণ গ্রন্থাগার থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। গ্রন্থাগারটি সকলের জন্য উন্মুক্ত রয়েছে এবং সদস্যপদ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে। শক্রবার ও সরকারি ছুটি ব্যতিত সবদিন সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত পাঠকদের জন্য গ্রন্থাগার উন্মুক্ত থাকে।

© Genocide Museum Bd | All Rights Reserved | Developed by M Dot Media