একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার নিদর্শন বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিভিন্নস্থানে ছড়ানো-ছিটানো বিস্মৃত এমনসব গণহত্যা-বধ্যভূমি-গণকবর, নির্যাতনকেন্দ্র চিহ্নিত করার জন্য গণহত্যা জাদুঘরের একটি বিশেষ উদ্যোগ ফলক নির্মাণ। এই ফলক নির্মাণের উদ্দেশ্য হচ্ছে গণহত্যা-বধ্যভূমি-গণকবর চিহ্নিতকরণ ও সে ইতিহাস সংরক্ষণ, স্থানীয় জনগণ বিশেষ করে নতুন প্রজন্মকে তাদের অঞ্চলে সংঘঠিত গণহত্যা সম্পর্কে জানানো, গণহত্যার শহিদদের সম্পর্কে তথ্য প্রদান করা। যেনো শহিদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করতে পারে।
এখন পর্যন্ত খুলনা, রাজশাহী, পঞ্চগড়, দিনাজপুর ও বাগেরহাট এই পাঁচ জেলার বিভিন্ন স্থানে ফলক স্থাপন করা হয়েছে। অনেকগুলো ফলক নির্মাণাধীন। এই ফলকগুলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প ‘গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের’ মাধ্যমে নির্মিত। স্থপতি রবিউল হুসাইন গণহত্যা জাদুঘরের এই ফলকসমূহের নকশা করেছেন।

 

Monument Unveil at Khulna Genocide Museum Bangladesh

Monument Unveil at Khulna Genocide Museum Bangladesh

সাচিয়াদহ গণহত্যার স্মরণে  স্মৃতি ফলক

 

© Genocide Museum Bd | All Rights Reserved | Developed by M Dot Media