১৭ মে, ২০১৭ বুধবার বিকাল ৪ টায় কাজী আজহারুল হক মিলনায়তন, বি এম এ ভবন, খুলনায় ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘শহিদ স্মৃতি স্মারক বক্তৃতার’ আয়োজন করা হয়। ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাষ্টের অধীনে পরিচালিত ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র’ থেকে আয়োজিত শীর্ষক এই স্মারক বক্তৃতায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত শহিদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সভাপতিত্ব করেন দেশবরেণ্য ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন এবং স্বাগত বক্তব্য রাখেন ডা. শেখ বাহারুল আলম, ট্রাষ্টি সম্পাদক, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট। স্মারক বক্তৃতায় শহিদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন একাত্তরের পাকিস্তানি দোসর আলবদর, রাজাকার, আলশামস এদের দ্বারা এদেশের বিশিষ্ট বুদ্ধিজীবিদের যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তা নির্মমতার সীমা ছাড়িয়ে যায়। বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, গণহত্যা, নির্যাতন এর কথা ছড়িয়ে দেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। আর্কাইভ ও জাদুঘরের পক্ষ থেকে তৃতীয়বারের মত শহিদ স্মৃতি বক্তৃতার আয়োজন করা হয়।

© Genocide Museum Bd | All Rights Reserved | Developed by M Dot Media