‘গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র’-এর কার্যক্রম শুরু হয় ৩ এপ্রিল ২০১৭ তারিখে। ঢাকা এবং খুলনার ২টি লিয়াজোঁ অফিসের মাধ্যমে এই প্রকল্প দেশব্যাপী গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ নিয়ে নিবিড় গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। প্রকল্পের শুরু থেকেই অধ্যাপক ড. মুনতাসীর মামুন এই প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে এই গবেষণা কেন্দ্র বিভিন্ন পদে ১৮জন কর্মকর্তা ও কর্মচারি কাজ করছেন।

© Genocide Museum Bd | All Rights Reserved | Developed by M Dot Media