এই প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব গণহত্যা-নির্যাতন সংক্রান্ত একটি আর্কাইভ, গ্রন্থাগার ও জাদুঘর গড়ে তোলা। আর্কাইভের গণহত্যা/বধ্যভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণের প্রচেষ্টা নেয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার গণহত্যা/বধ্যভূমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ, গণহত্যা ও নির্যাতন সংক্রান্ত প্রায় ৯০০০ টিরও বেশি আলোকচিত্র সংগ্রহ করা হয়েছে। গ্রন্থাগারে স্থান পেয়েছে গ্রন্থ ও শতাধিক স্মরণিকা-জার্নাল। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে দন্ডিতদের দেয়া আদালতের রায়ের কপিও সংগৃহীত হয়েছে। আর্কাইভে সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধের সময়ের দুষ্প্রাপ্য পত্রিকা।

© Genocide Museum Bd | All Rights Reserved | Developed by M Dot Media