গণহত্যা জাদুঘর প্রতিবেদন ২০১৯-২০২০

১৭ মে ২০২০ তারিখ আমাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। নিয়মিত গত এক বছরের কর্মকাণ্ড নিয়ে এই দিনে আমরা বার্ষিক প্রতিবেদন করি। কিন্তু বিশ্বব্যাপী চলা করোনা অতিমারীর কারণে আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। করনায় মৃত্যুবরণ করেছেন আমাদের উপদেষ্টা ক্যাপ্টেন আকরাম আহমেদ, বীরউত্তম, জাদুঘরের প্রাক্তন প্রকাশনা অধিকর্তা আহমেদ হাহফুজুল হক, তাদের স্মরণ করছি। সীমিত পরিসরে পালন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। প্রকাশ করা হয়নি বার্ষিক প্রতিবেদন। ফলে এই প্রতিবেদনে ১৭ মে ২০১৯ থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত জাদুঘর ট্রাস্ট ও গবেষণা কেন্দ্রের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়েছে, এখন থেকে জানুয়ারি-ডিসেম্বর সময়কালকে সামনে রেখে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে। সবার সহযোগিতা পেলে সামনের বছরগুলিতে আমরা আশা করি আমাদের কার্যক্রম আরো বিস্তৃত হবে এবং প্রতিষ্ঠানটির পূর্ণ রূপ দেয়া সম্ভব হবে। আপনাদের কাছে যদি গণহত্যা-নির্যাতনের কোন স্মারক, আলোকচিত্র, নথিপত্র প্রভৃতি থাকে তাহলে আমাদের উপহার দিলে আমাদের সংগ্রহ সমৃদ্ধ হবে। এছাড়াও যে কোন শর্তহীন অর্থ সাহায্য আমাদের কার্যক্রম সক্রিয় রাখতে ভূমিকা পালন করবে।

Post a comment

© Genocide Museum Bd | All Rights Reserved | Developed by M Dot Media