This Day in History: 1971-03-26
কৃষ্ণপুর গণহত্যা, পাবনা
১৯৭১ সালের ২৬ মার্চ পাবনা শহরের অদুরবর্তী কৃষ্ণপুরে এক গণহত্যা হয়। তখন চলছিলো পাবনা শহরে কারফিউ। এই কারফিউ ভঙ্গ করেই কিছু মুসল্লি পাকিস্তানিদের হাতে শহিদ শুকুরের নামাজে জানাজা পড়ছিলেন। প্রথমত পাকিস্তান বিরোধীর জানাজা পড়া এবং দ্বিতীয়ত কারফিউ ভঙ্গকরার অপরাধে পাকিস্তানি সেনাবাহিনী সাধারণের উপর নির্বিচারে গুলি করে।