This Day in History: 1971-04-07
জেলখানা গণহত্যা, কুড়িগ্রাম
৭ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী সাঁজোয়া বহর নিয়ে লালমনিরহাট এবং রংপুর থেকে একযোগে গুলিবর্ষণ করতে করতে কুড়িগ্রামের দিকে অগ্রসর হয়। বিকেলের দিকে মুক্তিযোদ্ধাদের অপ্রতুল প্রতিরোধ ভেঙে দিয়ে পাকিস্তানি বাহিনী কুড়িগ্রাম শহরে প্রবেশ করে। পাকিস্তানি বাহিনী বর্তমান সার্কিট হাউজের সামনে এসে পজিশন নিয়ে গোলাবর্ষণ শুরু করে। এ সময়ে জেলখানার ইনচার্জ ও কারারক্ষীরা কর্তব্যরত ছিল। ডিউরিত ইনচার্জ ও ৫ জন সিপাহীকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে হায়েনারা।