This Day in History: 1971-04-07
মণ্ডলপাড়া পুল গণহত্যা, নারায়ণগঞ্জ
বঙ্গবন্ধু সড়কের মাঝখানে মণ্ডলপাড়া পুলের অবস্থান। পাকিস্তানি সেনারা নিরীহ মানুষদের এই পুলের ওপর দাঁড় করিয়ে হত্যা করে লাশ খালের পানিতে ফেলে দিত। নারায়ণগঞ্জ পৌরসভা থেকে নারায়ণগঞ্জ ২নং রেলগেইটের দিকে আসার পথে ডান দিকে এখনও খালের সংকীর্ণ অংশ পরিলক্ষিত। ৭ এপ্রিল ১৯৭১ পাকিস্তানি সেনারা নারায়ণগঞ্জ দেওভোগ আখড়া রোডের হিন্দু ধর্মীয় উপাসনালয় শ্রী শ্রী রাজা লক্ষীনারায়ণ বিগ্রহ মন্দিরের আশেপাশের আটজনকে ধরে গাড়িতে তুলে মণ্ডলপাড়া পুলের কাছে নিয়ে আসে। সবাইকে সেখানে লাইন ধরিয়ে গুলি করে হত্যা করে।