This Day in History: 1971-04-07
মুন্সিবাড়ি গণহত্যা, খালিশপুর থানা, খুলনা
৭ এপ্রিল ১৯৭১ সাল। বিকাল ৩ টায় পাকিস্তানি সেনারা খালিশপুরের মুন্সিবাড়িতে ১৩ জনকে হত্যা করে। এ বাড়ির মালিক ছিলেন মুন্সি ছিদ্দিকুর রহমান। মূলত তিনি ছিলেন সম্পদশালী, খালিশপুরের আওয়ামী লীগের সভাপতি এবং এলাকার প্রভাবশালী ব্যক্তি। এ কারণে পাকিস্তানি বাহিনী এবং এলাকার রাজাকারদের লক্ষ্য ছিলো তার প্রতি। ৭ এপ্রিল বিকাল ৩ টার দিকে পাকসেনাদের গাড়ির শব্দে হতচকিত হয়ে যায় বাড়ির লোকজন। কিছুলোক পালিয়ে যায়। বাড়ির বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে ধরে বাড়ির পাশে একটা গর্তে নামিয়ে দেয়। তারপর সবাইকে ব্রাশ ফায়ার করে। সৌভাগ্যক্রমে শহিদুল ইসলাম মিন্টু ও আজিমুদ্দিন খাঁ লাশের নিচে চাপা পড়ে বেঁচে যায়।