This Day in History: 1971-04-09
গোদনাইল বার্মা ইস্টার্ন কোম্পানির জেটি গণহত্যা, সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মা ইস্টার্ন কোম্পানিতে (পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড) একাত্তরের ২৮ মার্চ পাকিস্তানি সেনারা অবস্থান নেয়। পাকিস্তানি সেনারা রাজাকার, আলবদরদের সহায়তায় এপ্রিল মাস থেকে আশ-পাশ এলাকার মানুষদের ধরে এখানে নিয়ে আসত। তাদের ওপর চালানো নির্যাতনের পর বার্মা ইস্টার্ন এর প্যাকেড জেটিতে হাত-পা বেঁধে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দিত। ১৯৭১ সালের ৯ এপ্রিল নারাণগঞ্জ এর বিভিন্ন স্থান থেকে ১২ জন ব্যক্তিকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে বার্মা ইস্টার্ন এর জেটিতে নির্মমভাবে হত্যা করে।