This Day in History: 1971-04-10
সুইপার কলোনি গণহত্যা, পাবনা
১০ এপ্রিল ১৯৭১ পাকিস্তানি আর্মি পাবনা শহরে প্রবেশের প্রাককালে বর্তমান পাবনা শহরের অনন্ত মোড়ের সুইপার কলোনির সামনে মো. গোলাম মোস্তফা আদ্দি, পিতা মৃত রজব আলী প্রামাণিক নামের কৃষ্ণপুরের এক রিকশা চালককে হত্যা করে। সে রাস্তার পাশে রিকশায় বসে ছিলো। আর্মিরা তাকে দেখার সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করে। সেই লাশ ঐ রিকসার উপরেই পরে থাকে। কয়েকদিন ধরে পচে-গলে, শেয়াল-কুকুরের আহার হয় তার মরদেহ।