This Day in History: 1971-04-16
পাতিলাখালী গ্রাম গণহত্যা, মুলাডুলি ইউনিয়ন, পাবনা
১৯৭১ সালের এপ্রিল মাসের ১৬ তারিখ পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের মিলিত দল পাতিলাখালী গ্রামের আয়েস ফকির, পিতা- জুব্বার ফকির, রিজুসরদার, পিতা-সবরাজ, নারিচা গ্রামের কুলসুম বেওয়াসহ উক্ত এলাকার আরও অনেক লোককে গুলি করে হত্যা করে। এবং তাদের বাড়িঘর লুটকরে আগুন ধরিয়ে দেয়। এদিনের গণহত্যায় পরোক্ষভাবে সহোযগীতা করেছিলেন কুখ্যাত ঘাতক মতিউর রহমান নিজামী।