This Day in History: 1971-04-16
কালীবাড়ী গ্রামের ব্রহ্মপুত্র নদের পাড়ে গণহত্যা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
পাকসেনারা এপ্রিলের মাঝামাঝি সময়ে অর্থাৎ ১৫/১৬ তারিখে মেঘনা নদী পথে রামচন্দ্রী নদীর ঘাট থেকে গোপালদী হয়ে মার্চ করতে করতে আড়াইহাজার উপজেলায় প্রবেশ করে। পাকসেনারা ৭জন ব্যক্তিকে ধরে নিয়ে আড়াইহাজার উপজেলার ধুপতারা ইউনিয়নের কালীবাড়ী গ্রামের ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করে। শহিদদের মধ্যে অ্যাডভোকেট অখিল চন্দ্র দাস ও তার মহুরি কেদার বাবু, আড়াইহাজার থানার আড়াইহাজার ইউনিয়নের ঝাউগড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল ঘোষের নাম জানা যায়।