This Day in History: 1971-04-17
আঁখিরা গণহত্যা, ফুলবাড়ী, দিনাজপুর
১৭ এপ্রিল ১৯৭১। দিনাজপুরের ফুলবাড়ী আঁখিরা গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট থেকে ১০০ গজ দূরে আঁখিরা নামক পুকুরপাড়ে খান সেনাদের হাতে প্রাণ হারায় ভারতে আশ্রয় নিতে যাওয়া ফুলবাড়ী, নবাবগঞ্জ, পার্বতীপুর ও বদরগঞ্জ উপজেলার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশু।