This Day in History: 1971-04-18
শাহবাজপুর, ধীতপুর ও রাজামারিয়াকান্দি গ্রাম গণহত্যা, ব্রাহ্মণবাড়িয়া
১৭ এপ্রিল রাত ৮ টায় পাকিস্তানি বাহিনী শাহবাজপুর এলাকায় মুক্তিবাহিনীর ওপর আক্রমণ করে। মুক্তিবাহিনীও তিতাস নদীর অপর পাড় থেকে পাল্টা আক্রমণ চালায়। সারা রাত যুদ্ধ হয়। কিন্তু পাকিস্তানি বাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের বিপরীতে টিকতে না পেরে ভোর রাতের মধ্যে মুক্তিবাহিনী পিছু হটে গিয়ে মাধবপুর এলাকায় অবস্থান নেয়। এদিনের যুদ্ধে শাহবাজপুর গ্রামের রনু নাগ (সাতঘরিয়া হাটি), চান্দালী মিয়া ও চান মিয়া (হাবলীপাড়া) শহিদ হন। এর পরদিন ১৮ এপ্রিল পাকিস্তানি বাহিনী শাহবাজপুর গ্রামে হামলা চালিয়ে বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। যাকে সামনে পায় তাকেই ধরে নিয়ে হত্যা করে। এদিন সাতঘড়িয়া পাড়ায় মনিন্দ্র নাগ, সাহা পাড়ার সুশীলি রানি সাহা ও নেপাল চন্দ্র সাহাকে হত্যা করা হয়। একই দিন শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ডা. হীরা মিয়া (পল্লিচিকিৎসক), আলী হোসেন, কডু মিয়া ও তাঁর ছেলে ফুল মিয়া গণহত্যার শিকার হন। এর কয়েকদিন পর রাজামারিয়াকান্দি গ্রামে হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনী দুই সহোদর দুলা মিয়া ও মোমিন মিয়া এবং মনসুর আলী ও আবদুস সহিদকে হত্যা করে। শাহবাজপুর গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনী ব্যাপক লুটপাট, অগ্নি সংযোগ এবং নির্যাতন করেছে।