This Day in History: 1971-04-20
কুচনি গ্রাম গণহত্যা, ব্রাহ্মণবাড়িয়া
১৯৭১ সালের ২০ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী সরাইল উপজেলাস্থ নোয়াগাঁও ইউনিয়নের কুচনি গ্রামে হামলা চালায়। তখন গ্রামটি ছিল হিন্দু বসতি এলাকা। কুচনি গ্রামে প্রবেশ করেই পাকিস্তানি বাহিনী বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয়। এতে গ্রামের ৫০টি বাড়িপুড়ে ধ্বংস হয়ে যায়। এসময় গ্রামের নারী-পুরুষ শিশুসহ প্রায় সকলেই প্রাণ নিয়ে অন্য গ্রামে পালিয়ে যায়। যারা পালাতে পারেন নি তাদের মধ্যে ৪ জন মহিলাসহ ৯জনকে আটক করে কুচনি খেলার মাঠে (বর্তমান কুচনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ) নিয়ে গুলি করে হত্যা করা হয়। তাদের কাউকে কাউকে বেয়নেট নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এরপর তাদেকে একসাথে মাটি চাপা দেওয়া হয়।