This Day in History: 1971-04-22
মাছদিয়া-মাছপাড়া গ্রাম গণহত্যা, পাবনা
২২ এপ্রিল ১৯৭১ ভোর বেলা পাকিস্তানি সেনাবাহিনী এ গ্রামে আক্রমণ করে। এসময় তারা এ গ্রামে আগুন লাগিয়ে দেয়। গ্রামের চারিদিকে শুধু আগুন আর আগুন। গ্রামবাসী যে যেদিকে পারে পালাতে থাকে। কিন্তু পালানোর কোন সুযোগ ততসময়ে ছিলোনা। কারণ এই গ্রামের পশ্চিমে নদী এবং অন্য তিন দিকে ছিলো হাজার হাজার অবাঙালিদের অবস্থান। সকলের হাতেই বিভিন্ন ধরনের দেশি বিদেশি অস্ত্র ছিলো। এদিন মাছদিয়া-মাজপাড়া গ্রামে প্রচণ্ড গুলাগুলি হয়। এতে শত শত মানুষ মারা যায় এবং বহু মানুষ আহত হয়। মানুষ মারার পাশাপাশি চলে তাদের পাশবিক নির্যাতন ও নারী ধর্ষণ। এ দিন বিহারিরা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় মাছদিয়া-মাছপাড়া গ্রামে প্রায় পাঁচশত জনকে হত্যা করে।