This Day in History: 1971-04-22
পায়রা বন্দ ও জয়রাম আনোয়ার মৌজা গণহত্যা, রংপুর
’৭১-এর ২২ এপ্রিল বৃহস্পতিবার। পাকিস্তানি দখলদার বাহিনী রংপুর জেলার পায়রাবন্দ ইউনিয়নে গুলি করে হত্যা করে ২৬ জন মানুষকে। পায়রা বন্দ থেকে হাইওয়ে ধরে দক্ষিণ দিকে এগিয়ে ১ কিলোমিটার দূরে জয়রাম আনোয়ার মৌজা। ২২ এপ্রিল মধ্যরাতে পাকিস্তান হানাদার বাহিনীর পাঁচটি ট্রাক এসে দাঁড়ালো বড় রাস্তায়। হঠাৎ একটানা গুলির শব্দ। আধঘণ্টা ধরে চললো গুলি। পরদিনে ভোরে আশপাশের গ্রামের লোকজন এসে দেখে বড় রাস্তার পূর্বদিকে পড়ে আছে লাশের সাড়ি। সেখানে গ্রামবাসী প্রায় ৩০টি লাশ শনাক্ত করে। সব লাশের হাত বাঁধা অবস্থায় ছিল। সবাই ভয়ে ভয়ে কোনো ধর্মীয় নিয়মকানুন না মেনেই গর্ত করে মাটি চাপা দিয়ে রাখে লাশগুলোকে।