This Day in History: 1971-04-22
ধামকুড়ি গ্রাম গণহত্যা, সদর, নওগাঁ
১৯৭১ সালের ২২ এপ্রিল সদর উপজেলার ধামকুড়ি গ্রামে প্রথম গণহত্যা সংঘটিত হয়। সেদিন তৎকালীন পুলিশ ইন্সপেক্টর সামসুল উদ্দিন সরদারসহ বাঙালি মুক্তিকামী ১০ জন শহীদ হন। পরে গ্রামের লোকজন সামসুল উদ্দিনের বাড়ির পাশে একই কবরে দু-তিনটি করে লাশ রেখে শহীদদের সমাহিত করেন।