This Day in History: 1971-04-22
পার নওগাঁ মধ্যপাড়া গণহত্যা, নওগাঁ
২২ এপ্রিল ১৯৭১ দুপুর ১২ টা। নওগাঁর আকাশে পাকিস্তানি দুটি জঙ্গি প্লেন কয়েকবার চক্কর দিয়ে উধাও হয়ে গেল। তখন নওগাঁর মহকুমা হানাদারদের দখলে। শান্তি-কমিটির ছত্রছায়ায় পাকিস্তানি সেনারা রাজাকারদের নিয়ে বিভিন্ন সময়ে নওগাঁর চারপাশের অঞ্চল ও থানা এলাকায় হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে লাগে। সেইসঙ্গে অগ্নি সংযোগ, ধর্ষণ, লুটপাট ও গণহত্যায় লিপ্ত হয় পাকিস্তানি সেনারা। এই দিনই পার নওগাঁ মধ্যপাড়ায় ভাড়া বাড়িতে বসবাসরত কুমিল্লা জেলার চাঁদপুর নিবাসী আব্দুর রাজ্জাকের পরিবারের পাঁচ জন সদস্যের মধ্য চার জনকে গলাকেটে হত্যা করে বিহারী সম্প্রদায়।