This Day in History: 1971-04-23
তালার পারকুমিরা গণহত্যা, সাতক্ষীরা
১৯৭১ সালের ২৩ এপ্রিল এখানে ৭৯ জন ব্যক্তিকে পাকিস্তানি সেনারা ব্রাশ ফায়ারে হত্যা করে। পরে সেখানেই শহীদদের গণকবর দেওয়া হয়। সেদিন ছিল শুক্রবার। মসজিদে জুম্মার আযান হচ্ছিল। এ সময় পাটকেলঘাটা থেকে পাকিস্তানি হায়েনারা পারকুমিরায় গিয়ে নিরীহ গ্রামবাসীকে আলোচনার কথা বলে একত্রিত করে পারকুমিরা স্বাস্থ্য কমপ্লেক্সে আটকে রাখে। এক পর্যায়ে সহজ সরল গ্রামবাসীর উপর ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই ৭৯জন শহীদ হন। যাদের পরিচয় পাওয়া যায় তাদের অনেককেই পারিবারিকভাবে দাফন করা হয়। যাদের পরিচয় পাওয়া যায়নি তাদেরকে পারকুমিরার বধ্যভূমিতে গণকবর দেওয়া হয়েছে।