This Day in History: 1971-05-20
সাতক্ষীরা জেলার ঘোনা গ্রাামের গণহত্যা দিবস
২০ মে পাকবাহিনীর জাল্লাদরা সাতক্ষীরা সদর থানার ঘোনা গ্রামে ঢুকে শিশুসহ কয়েকজন হিন্দু নরনারীকে হত্যা করে এবং তাদের বাড়ীঘরে আগুন লাগিয়ে দেয়। এছাড়াও অন্য জায়গা থেকে কিছু লোককে ধরে এনে ঘোনা ফুটবল মাঠ সংলগ্ন ঋষিপাড়ার উত্তর পার্শ্বে মাটির রাস্তার মোড়ে পাকসেনারা গুলি করে হত্যা করে।