This Day in History: 1971-05-28
কাতিয়ানাংলা গণহত্যা, খুলনা
১৯৭১ সালের ২৮ মে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঘাটতলা, বেতাগাসহ প্রভৃতি গ্রামের হিন্দু সম্প্রদায়ের শত শত নারী পুরুষ শিশু বৃদ্ধ-বৃদ্ধা শরণার্থী হয়ে ভারতে যাওয়ার পথে কাজীবাছা নদীর তীরে কাতিয়ানাংলা বাজারের পাশে যাত্রা বিরতি করে। সেই সময় খুলনা থেকে মোংলার দিকে পাকিস্তানি বাহিনীর গানবোট যাচ্ছিল। সেই গানবোট থেকে পাকিস্তানি সেনারা নেমে ব্রাশ ফায়ার করে ৫০ জনের বেশি মানুষকে হত্যা করে। অনেকে প্রাণ বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিলে, সেখানে সলিল সমাধি ঘটে।