This Day in History: 1971-09-19
বোয়ালিয়া গণহত্যা দিবস
আজ এক কালো দিবস চাঁপাইনবাবগঞ্জের বোয়ালিয়াবাসীদের কাছে। সেদিনের নৃশংসতার কথা আজও সাধারণ মানুষ ভুলতে পারেনি । তারা কোনভাবেই এই দিনকে ভুলতে পারে না। একাত্তরের সেই কালো দিনটি ছিল রবিবার। সেই দিনে ইতিহাসের জঘন্যতম হত্যাকা- ঘটিয়েছিল হানাদার বাহিনী। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১৫২ জন, কারও মতে দুইশ’ অসহায় নিরীহ নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা করে উল্লাস করেছিল পাকিরা। শহীদ এসব বাঙ্গালীর মধ্যে ছিল নারী, বৃদ্ধ, রুগ্ন, অসুস্থ মানুষ ও শিশুরা। নির্বিচারে গুলি করে হত্যার সময় রেহাই পায়নি সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুও। মানুষের চিৎকারে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছিল। রক্তে লাল হয়ে যায় মহানন্দা নদীর পানি। সেই দিনটি বোয়ালিয়া হত্যা দিবস। মুক্তিযোদ্ধাদের হাতে বার বার নাজেহাল ও তাড়া খেয়ে পাকিরা বেপরোয়া হয়ে প্রতিশোধ নিতে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল বোয়ালিয়ার নিরস্ত্র আবালবৃদ্ধবনিতার ওপর। একাত্তরের এপ্রিলে পুরো জেলা হানাদারদের হাতে চলে যাবার পর পাকিরা একাধিক অস্থায়ী ক্যাম্প করে বাঙ্গালী হত্যাযজ্ঞ শুরু করে। তারা রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ে ক্যাম্প করে বোয়ালিয়া-চৌডালা-নন্দলালপুর ও আড়গাড়াহাটে শক্ত অবস্থান নিয়ে গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণ চালাতে থাকে। এসব অপকর্ম হতে মুক্ত করতে এগিয়ে আসে মুক্তিযোদ্ধাদের একাধিক গ্রুপ।