This Day in History: 1971-09-19
।। গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ।। ১৯/৯/১৯ ।।
বাংলাদেশে দুর্ভিক্ষের করাল গ্রাসে শতাধিক মানুষের মৃত্যুবরণ বিশ্ব এগিয়ে না এলে অচিরেই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাবে
বাংলাদেশের উপর দুর্ভিক্ষের কালো ছায়া পতিত হয়েছে। এরি মধ্যে এর করাল গ্রাসে শতাধিক লোক শোচনীয় ভাবে মৃত্যুবরণ করেছে। এই সমস্ত মৃত্যুর সংবাদ এসেছে ভোলা, পটুয়াখালী, নোয়াখালী এবং সন্দীপের বিগত ১২ই নভেম্বরের বন্যা দুর্গত এলাকা থেকে। সংবাদ পাওয়া গেছে। বন্যা দুর্গত চরাঞ্চলে অসংখ্য মানুষ আজ মৃত্যুর সম্মুখীন হয়েছে। এর কারণ জানতে গিয়ে জানা গেছে, এই সমস্ত দুর্গত এলাকায় বিদেশ থেকে আসা প্রচুর খাদ্যদ্রব্য বাংলাদেশে হানাদার বর্বর ইয়াহিয়া বাহিনী গুদামজাত করে রেখেছে। এই সমস্ত রিলিফ সামগ্রী পাক সেনারা নিজেদের কাজে ব্যবহার করছে। পর্যবেক্ষক মহল মনে করছেন; ইয়াহিয়া সরকারের বাঙ্গালী নিধনের এ আর এক নতুন ঘৃণ্য ষড়যন্ত্র। এ ছাড়া ময়মনসিংহ থেকেও মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এই করুণ মৃত্যুর হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হলে অতি শীঘ্র বিশ্বকে এগিয়ে আসতে হবে। নচেৎ অচিরেই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুবরণ করতে হবে।
বিপ্লবী বাংলাদেশ, ১৯ সেপ্টেম্বর ১৯৭১