This Day in History: 1971-09-26
গজালিয়া গেট গণহত্যা, ৪ নং সুরখালী ইউনিয়ন
Gojalia Gate Genocide, 4 No Surkhali Union
১৩৭৮ বঙ্গাব্দের ১১ আশ্বিন শব-ই-বরাতের রাতে গাওঘরা গ্রামের রাজাকাররা মুক্তিযোদ্ধা হালিমসহ ১১ জনকে হত্যাকরে। নদীর তীরে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে তাদের লাশ গজালিয়া গেটের পানির স্রোতে ভাসিয়ে দেয়া হয়। ঐ গণহত্যার শিকার হন আব্দুল হামিদ সরদার, আব্দুস সাত্তার সরদার, ইরান উদ্দীন মোল্লা, আব্দুল করিম শেখ, গোবিন্দ অধিকারী, ওমর গাজী, গোষ্ঠবিহারী ভদ্র, সুশিল ভদ্র, আব্দুর রহমান গোলদার, ইব্রাহীম গাজী।
On 26th September in 1971 (night of Shab-E-Barat), The Razakars from Gaoghora had killed 11 people including freedom fighterHalim. The Razakars had killed the people on the bank of the river and thrown their bodies away on the river.