This Day in History: 1971-10-10
নবাবগঞ্জে চড়ারহাট গণহত্যা, দিনাজপুর
১৯৭১ সালের ১০ অক্টোবর দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকার ১৫৭জন ঘুমন্ত মানুষকে ডেকে এনে পাক হানাদার বাহিনীরা নির্বিচারে গুলি করে হত্যা করেছিল । শহীদদের মধ্যে ৯৩ জনের মরদেহ শনাক্ত করা হয়েছিল। যার মধ্যে চড়ারহাট (প্রাণ কৃঞ্চপুর) গ্রামের ৬১ জন ও আন্দোলগ্রামের (সারাইপাড়া) ৩২ জন ছিল।