আগামী ২৮-২৯ সেপ্টেম্বর ২০১৮ বাংলা একাডেমিতে ‘১৯৭১: মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বিশ্ব’ শীর্ষক দুইদিন ব্যাপী একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের (১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট এর তত্ত্বাবধানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্প) উদ্যোগে ২৮ সেপ্টেম্বর ২০১৮ সকাল ১০ টায় আন্তর্জাতিক সম্মিলনটির উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এমপি। স্বাগত বক্তব্য রাখবেন আয়োজক কমিটির আহবায়ক শিল্পী হাশেম খান, মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
দুইদিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মিলনে ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনগুলোতে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ভারতের জাতীয় গবেষণা অধ্যাপক জয়ন্ত কুমার রায়, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ।
আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদের আনন্দিত করবে।
যেখানে প্রবন্ধ পড়বেন:
১. ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ গবেষক স্যামুয়েল জ্যাফি
২. আমস্টার্ডাম এর এনআইওডি ইনস্টিটিউশন ফর ওয়ার, হলোকাস্ট অ্যান্ড জেনোসাইড স্টাডিজ এর গবেষক অধ্যাপক ড. থিজ বি.বুনেগট
৩. ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য পাউলো কাসাকা
৪. কম্বোডিয়ার নমপেনের রয়েল বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক কিও ডং
৫. যুক্তরাজ্যের মানবাধিকার কর্মী ড. লাখুমল লুহানা
৬. মিশরের ইজিপশিয়ান গেজেটের সম্পাদক মহসিন আরিশি
৭. ভারতের জাতীয় অধ্যাপক জয়ন্ত কুমার রায়
৮. সপ্তাহ পত্রিকার সম্পাদক দিলীপ চক্রবর্তী
৯. সাময়িক প্রসঙ্গ সম্পাদক তৈমুর রাজা চৌধুরী
১০. কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভরঞ্জন দাশগুপ্ত
১১. ডিরেক্টর, সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আশিষ কুমার দাস
১২. পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের চেয়ারম্যান কৌশিক বন্দোপাধ্যায়
১৩. ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক অনিন্দিতা ঘোষাল
১৪. আসামের সাহিত্যিক ইমাদ উদ্দিন বুলবুল
১৫. বাংলাদেশের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুণ-অর-রশিদ
১৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন
১৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ
১৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল
১৯. গণহত্যা জাদুঘরের প্রধান নির্বাহি কাজল আবদুল্লাহ
২০. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম জসিম উদ্দিন
২১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুর্শিদা বিনতে রহমান
২২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চৌধুরী শহীদ কাদের
২৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিনা নার্গিস লিপি